লাহোরকে উড়ন্ত সূচনা: বিদায় নিলেন তামিম

পেশোয়ার জালমির বিপক্ষে আগের ম্যাচে ১০ বলে করেছিলেন ১৮ রান। বাউন্ডারি মেরেছিলেন ২টি এবং ছক্কা মেরেছিলেন ১টি। তামিম ইকবাল খুব বেশি ভালো করতে না পারলেও তার দল লাহোর কালান্দার্স জিতেছিল ইলিমিনেটর ম্যাচে।
ফলে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে শহিদ আফ্রিদির দল মুলতান সুলতান্সের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছে তামিমের দল লাহোর। আজ করাচি ন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে তামিমের দল লাহোর কালান্দার্সকে ব্যাট করার আমন্ত্রণ জানায় আফ্রিদির দল মুলতান সুলতান্স।
টস হেরে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা এনে দেন তামিম ইকবাল এবং অপর ওপেনার ফাখর জামান। তামিমের ঝড়ে ৪.৫ ওভারেই লাহোরের স্কোর দাঁড়িয়ে যায় ৪৬ রানের। এ সময় জুনায়েদ খানের বলে ধরা খেলেন তামিম। খুশদিল খানের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান ৩০ রান করে।
২০ বল খেলেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তার ইনিংস সাজানো ছিল ৫টি বাউন্ডারিতে। তামিমের ঝড়ের পর ৪ বলে ৫ রান করে আউট হয়ে যান অধিনায়ক সোহেল আখতার।
এ রিপোর্ট লেখার সময় তামিমের দল লাহোর কালান্দার্সের রান ছিল ২ উইকেট হারিয়ে ৮০। ২৫ বলে ২৮ রানে ফাখর জামান এবং ১৪ বলে ১৩ রানে উইকেটে রয়েছেন মোহাম্মদ হাফিজ।